সরকার ৮ হাজার ৭১১ কোটি টাকার ইভিএম কেনার প্রকল্প বাতিল করেছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই লাখ নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে নির্বাচন কমিশনের ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প সরকার বাতিল করেছে।

বৈশ্বিক মন্দার কারণ দেখিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত সরকার বাতিল করেছে বলে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

নতুন করে ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয় গত ১৯ অক্টোবর।

প্রকল্পটির নাম ‘নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা’।

প্রকল্পের পুরো টাকা সরকারেরই জোগান দেওয়ার কথা ছিল।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলো নির্বাচন কমিশন। বর্তমানে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০-৮০টি আসনে ভোট করা সম্ভব।

নির্বাচন কমিশন গত বছরের জুলাই মাসে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ইভিএমে ভোট চায়।

অন্যদিকে ইভিএমকে বিএনপি ‘কারচুপির যন্ত্র’ বলে অভিযোগ করে আসছে।