প্রধানমন্ত্রীকে নিয়ে লক্ষ্মীপুরের আফিজা চালাবেন মেট্রোরেল

মেট্রোরেলের উদ্বোধনী যাত্রায় লক্ষ্মীপুরের মরিয়ম আফিজা নামের এক নারী অপারেটর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে নিয়ে যাবেন।

মেট্রোরেলের প্রথম নারী চালক হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী নিয়োগ পান। মেট্রোরেলের এই পদে ২৫ জনের সঙ্গে ২০২১ সালের ২ নভেম্বর নিয়োগ পান লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এদিকে নিয়োগের পর মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং অ্যাকাডেমি থেকে ট্রেন চালনায় দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন আফিজা।