আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে এ সময়।

আজ বুধবার (৩০ নভেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আগের ঘোষণা অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ ৩০ নভেম্বর।

তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কথা বিবেচনা করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে। আশা করছি এ সময়ের মধ্যে করদাতারা সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।

আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও এনবিআর জানায়।

বর্তমানে দেশে করদাতার সংখ্যা ৮২ লাখের বেশি। তবে ২২ লাখের মতো এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন।

Scroll to Top