খাবারের জন্য এখন আর হাহাকার করতে হয় না : প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন অনেক এগিয়ে, বলতে গেলে খাদ্যের জন্যে হাহাকার করতে হয় না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখন আর খাবারের জন্য হাহাকার করতে হয় না। অনেক উন্নত দেশ মন্দার কবলে পড়েছে। কিন্তু আমরা এখনো দুর্ভাগ্যজনক অবস্থায় পড়িনি’।

আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর ১ম টানেল টিউবের পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘কারও কাছে আমরা হাত পেতে চলবো না। আমাদের সাশ্রয়ী হতে হবে। মিতব্যয়ী হতে হবে। করোনা, ইউক্রেন যুদ্ধ, স্যাংকশন-পাল্টা স্যাংকশনের কারণে প্রতিটি জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। নিজেদের সঞ্চয় বাড়ান, সাশ্রয়ী হন, মিতব্যয়ী হন’।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, \’আমাদের উন্নয়নের অনেকের চোখে পড়ে না। তাদের হয় চোখ নষ্ট; যদি চোখ নষ্ট হয় চোখের ডাক্তার দেখাতে পারে। আমরা খুব ভালো আই ইনস্টিটিউট করে দিয়েছে। আমার মনে হয়, তাহলে তারা দেখতে পাবে।\’

তিনি আরও বলেন, \’আর কেউ যদি চোখ থাকতে অন্ধ হয়, তাহলে আমাদের কিছু করার নেই।\’

Scroll to Top