‘সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু ইসির নয়’

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের একার নয়। এক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোরও নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে দায়িত্ব রয়েছে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাবেক প্রধান নির্বাচন কশিনারদের সঙ্গে নির্বাচন কমিশনের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এই কমিশনার আশা প্রকাশ করে আলোচনায় সভায় বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশন কথায় বা কাজে এমন কিছু করবে না যা থেকে তাদের ওপর আস্থা হারিয়ে যায় বা কমিশনের অাস্থা নষ্ট হয়। এছাড়াও সংলাপে তিনি কমিশনকে শক্তিশালী ও মানব সম্পদ উন্নয়নে জোর দেয়ার পক্ষে কথা বলেন।

এক প্রশ্নের জবাব তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা না হলেও নিজস্ব কর্মকর্তাদের মধ্যে রিটার্নিং অফিসার করার প্রস্তাব তারা দিয়েছেন। আর কমিশন সাংবিধানিক বিষয়ে কোনো পরিবর্তন আনতে পারবে না। কেননা কমিশনকে বর্তমান পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী মেনেই নির্বাচন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৪ অক্টোবর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস পি

Scroll to Top