যে সকল জমিতে চাষ করা হবে না, সে সব জমি খাস হয়ে যাবে; এমন তথ্য সঠিক নয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।
আজ সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফে তিনি এ কথা জানান। সচিব জানিয়েছেন, আগামী বছর বৈশ্বিক মন্দার শঙ্কা রয়েছে, এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, করোনার ক্ষতি, যুদ্ধসংঘাতের পাশাপাশি চীনে উৎপাদন কমেছে। খাদ্য আমদানি করার ক্ষেত্রে ট্যাক্স কমফোর্ট দেয়া হবে। পাশাপাশি রেমিট্যান্স পাঠানো সহজ করতে ফরম পূরণে শুধু পাসপোর্ট, এনআইডি ব্যবহার করা যায় কিনা সে ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে।
বিদেশি বিনিয়োগ সহজ করতে কিছু নীতিগত বদল আসবে বলেও এ সময় মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন।