করোনার সময় রিজার্ভের অর্থ খরচ হয়, জমা হয়নি: প্রধানমন্ত্রী

রিজার্ভ চুরি নিয়ে প্রশ্ন তোলে, করোনার সময় রিজার্ভের অর্থ খরচ হয়। ওই সময় রিজার্ভ জমা হয়নি। মানুষের কল্যাণে রিজার্ভের টাকা ব্যবহার হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

তিনি আজ সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫৯টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি রিজার্ভ নিয়ে কথা বলে, কিন্তু তাদের নেতা তারেক রহমান মানি লন্ডারিং, অবৈধ সম্পদ, অর্থ পাচার, ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি। বিএনপির চরিত্র অপপ্রচার চালানো। এদের কারণে মানুষ যেন বিভ্রান্ত না হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বিএনপির গঠনতন্ত্রেই আছে, সাজাপ্রাপ্ত আসামি তাদের নেতা থাকতে পারবে না। অথচ সাজাপ্রাপ্ত আসামিদেরই তারা নেতা বানিয়ে রেখেছে। তারেক-কোকো টাকা পাচারকারী, তারাই আবার পাচারের অভিযোগ তোলে কী করে? কোকো মারা যাবার পর আমি সমবেদনা জানাতে গেলে আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যাকে তারা অপমান করেছিল। তারপরেও আমি মাফ করে দিয়েছি খালেদা জিয়াকে। তাকে বাড়িতে থাকতে দিয়েছি।

ভোগ দখলের জন্য নয়, জনগণের সেবা করার জন্য নির্বাচিত হয়েছেন উল্লেখ করে মানুষের কল্যাণে জেলা পরিষদ চেয়ারম্যানদের কাজ করতে এ সময় আহ্বান জানান সরকার প্রধান। বলেন, শহরের মতো গ্রামেও নাগরিক সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে। রাজধানী ও গ্রামীণ জীবনে বৈষম্য যেন না থাকে সেই লক্ষে সরকার কাজ করছে। নাগরিকদের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। গ্রামকে লক্ষ্য রেখেই উন্নয়ন পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করে না। এই দেশ এখন উন্নয়নের রোল মডেল। জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। অতীতে নির্বাচন কেমন হতো তা সবাই জানে।

তিনি বলেন, সরকার বিনা পয়সায় খাবার, ঘর করে দিচ্ছে। দেশের একটি মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না। নিজেদের টাকায় বিমান কেনা হয়েছে। রফতানিতে প্রণোদনা দিয়েছি। বিশ্ব পরিস্থিতিতে এখন অতি বেশি মূল্য দিয়ে খাদ্য, পণ্য আমদানি করতে হচ্ছে।