তিন লাখ রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের অনুরোধ সৌদি আরবের

সৌদি আরবে অবস্থানরত তিন লাখ রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে সৌদি সরকার। গতকাল রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে ঢাকা সফররত দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এ অনুরোধ জানিয়েছেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে তারা আমাদের জানিয়েছেন তিন লাখ রোহিঙ্গা সৌদি আরবে বসবাস করেন, তারা সেখানে ব্যবসা বাণিজ্য সবই করছেন। আমাদের কাছে তাদের (রোহিঙ্গাদের) পাসপোর্ট নবায়ন করে দিতে অনুরোধ করেছেন।

তিনি বলেন, আমাদের যে সিস্টেম, সেই অনুসারে পাসপোর্টগুলো নবায়ন আমরা করছি। আপনারা নিশ্চিয়ই জানেন, প্রায় ২৮ লাখ ৬০ হাজার বাংলাদেশি সৌদিতে বসবাস করছেন। বিভিন্ন পেশায় তারা নিয়োজিত। তাদের কেউ কেউ ব্যবসা করছেন। সেই ব্যবসায় যাতে আরেকটু সুবিধা পান, তা নিয়েও আলোচনা হয়েছে। আমরা মনে করি, আমাদের সম্পর্ক আরও উন্নত হবে এই সফরে।”

আশির দশক থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে যাওয়া রোহিঙ্গাদের পাসপোর্ট বা পরিচয়পত্র দেওয়ার জন্য কয়েক বছর ধরে বলে আসছে সৌদি আরব।

ওই রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্টে সৌদি গেছেন কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রথমত তারা আমাদের দেশ থেকে গেছে, এটা সঠিক। কারণ তারা তাড়া খেয়ে বাংলাদেশে ঢুকেছে। তিন লাখ রোহিঙ্গা সৌদিতে গেছে। তারা সবাই আমাদের পাসপোর্ট নিয়ে যায়নি। কেউ কেউ নিজস্ব ম্যাকনিজমে গেছেন। এখন সৌদি সরকারের অনুরোধে এখন থেকে তারা কীভাবে গিয়েছিল তা বিস্তারিত জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেসব রোহিঙ্গা বাংলাদেশ সরকারের বিশেষ বিবেচনায় গিয়েছিল, শুধু তাদের পাসপোর্টই নবায়ন করা হবে।

তবে এ সমস্যা সমাধানে সৌদি আরবে দুই দেশের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Scroll to Top