দেশের জনগণ র‍্যাবকে খুব পছন্দ করে: পররাষ্ট্রমন্ত্রী মোমেন

আমাদের দেশের জনগণ, ওয়ান টু অল, র‍্যাঙ্ক অ্যান্ড ফাইল, র‍্যাবকে খুব পছন্দ করে, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন বলেছেন। তিনি আরো বলেন, তারা বিশ্বাস করে র‍্যাব মানুষের সিকিউরিটি দেয়। তারা বিশ্বাস করে, র‍্যাব করাপশন করে না। তারা বিশ্বাস করে, র‍্যাবের কাছে গেলে তারা বিচার পাবে।

গত রবিবার (২ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার প্রতিবেদককে দেয়া এক সাক্ষাৎকারে, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন এ কথা বলেন। তিনি আরও বলেন, কোথাও যদি র‍্যাবের অপরাধ থাকে, তার বিচার অবশ্যই হবে। আমরা ট্রান্সপারেন্সি চাই, অ্যাকাউন্টেবিলিটি চাই। এতে কোনো ব্যত্যয় নাই।

র‍্যাবে অনিয়ম হলে শাস্তি হয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, র‍্যাবের অনেক লোক চাকরিচ্যুত হয়েছে, কিংবা পদাবনতি হয়েছে। এমনকি কয়েকজনের মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে, কারণ তারা হাইলি ইররেগুলার কাজ করেছে। জবাবদিহিতার একটা নিয়ম আছে।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক। আর সম্পর্ক একদিনের না, আজকে ৫০ বছরের সম্পর্ক। এবং যুক্তরাষ্ট্র আমাদের দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। সিঙ্গেল কান্ট্রি হিসেবে আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হলো যুক্তরাষ্ট্র। আর বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। তাহলে একটি দুর্ঘটনা– সেটা নিয়ে আমাদের সম্পর্ক বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না। আর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র বিলিভ ইন সেইম ভ্যালুস অ্যান্ড প্রিন্সিপ্যালস। বাংলাদেশের জন্ম হয়েছে যখন গণতন্ত্র ধুলিসাৎ হয়ে যাচ্ছিল। টু আপহোল্ড ডেমোক্রেসি, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস – আমরা কিন্তু যুদ্ধ করেছি। আমাদের ৩০ লক্ষ লোক প্রাণ দিয়েছে। সো বাংলাদেশ ইজ আ হোম অব ডেমোক্রেসি। বাংলাদেশ ইজ আ হোম অব হিউম্যান রাইটস। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অব জাস্টিস। আর আমেরিকাও এই ভ্যালুজ অ্যান্ড হিউম্যান রাইটস, ডেমোক্রেসি বিশ্বাস করে। তো আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে।

Scroll to Top