ঢাকায় ফেরার পথে লন্ডনে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যাত্রাবিরতি করেছেন। আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের স্ট্যানস্টিড বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর থেকে গতকাল রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং যুক্তরাজ্যের লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি লন্ডন সফর করেন। পরে লন্ডন থেকে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী।

Scroll to Top