অনেক সীমাবদ্ধতার মধ্যেই লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ বলেন, রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে এখনই বিশ্ব নেতাদের পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, \’রোহিঙ্গাদের জীবন কাহিনী সত্যি খুব হৃদয় বিদারক। তাদের উপর নির্যাতনে বর্ণনা সহ্য করার মত নয়। আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই। অনেক সীমাবদ্ধতার মধ্যে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।\’
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন জর্ডানের রানি।
এর আগে আজ সকালে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে সড়কপথে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বেলা দুইটার দিকে বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন।
পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। পালিয়ে আসা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। কীভাবে মিয়ানমার সেনারা তাদের ওপর নির্মম অত্যাচার করেছে সেসব কথা শোনেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশের কক্সবাজারে আসেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান।
বাংলাদেশ সময় : ১৬৪৭ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ