ভোলায় নতুন গ্যাসক্ষেত্র পাওয়া গেছে। সেখানে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আজ সোমবার সকালে মন্ত্রীপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রীপরিষদ সচিব।
তিনি বলেন, ক্রমবর্ধমান গ্যাসের চাহিদার এ সময়ে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া বাংলাদেশের জন্য সত্যিই সুখবর।
এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের সাথে সমঝোতা করে কাজ করবে বাংলাদেশ এমন নির্দেশনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে গেছেন বলে জানান সচিব। শফিউল আলম বলেন, ১৯৯২ সালে চুক্তি নিয়ে দেশটির সাথে আলোচনা হবে। আলাপ আলোচনার মাধ্যমেই রোহিঙ্গাদের প্রত্যাবসন হবে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ