বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে তাতে যুক্তরাষ্ট্রের কিছু যায় আসে না। যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায়, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবে।
বুধবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
সুষ্ঠু ও অবাধ নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোনো পরামর্শ আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন ও বাংলাদেশের জনগণ।
কী জন্যে এসেছিলেন এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনমাস হলো এসেছি। আপনারা হয়তো দেখেছেন আমি আরো একাধিক জায়গায় সাক্ষাতে গিয়েছি। এ ধরণের সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশে কী হচ্ছে সেটা বোঝার সুযোগ পাচ্ছি।