ভারত থেকে রেলপথে আসা বেনাপোল সীমান্ত দিয়ে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন দেশে পৌঁছেছে। শনিবার রাত ১০টার দিকে অক্সিজেন বহনকারী ট্রেনটি বাংলাদেশে প্রবেশ করে।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় পশ্চিমবঙ্গের টাটানগরে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়। তার পর বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে।
দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো জানায়, ভারত সরকার নিজেদের মহামারি পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে করোনার চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে।
২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো।