বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১ থেকে ৭ জুলাই ‘খুবই কঠোর’ অবস্থানে যাচ্ছে বাংলাদেশ সরকার। এসময় কোনো ‘মুভমেন্ট পাস’ থাকছে না।
আজ সোমবার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কঠোর লকডাউনে আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। এ সময়ে মুভমেন্ট পাসও থাকবে না। চলতি বছরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এপ্রিল মাসে লকডাউনে ‘মুভমেন্ট পাস’ চালু করেছিল পুলিশ। তবে, অনেকেই ‘মুভমেন্ট পাস’ নিয়ে বের হয়েছিল। এতে ঝুঁকিও বেড়ে যায়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার মুভমেন্ট পাস থাকবে না। কেউ বের হতে পারবে না, পরিষ্কার কথা। যারা ইমারজেন্সি তারা সবসময় বের হতে পারবেন।
মুভমেন্ট পাস না থাকলে বিশেষ প্রয়োজনে কেউ কীভাবে বের হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। কিন্তু ধরেন দাফন-কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সেসময় বের হওয়া যাবে। রোগী নিয়ে হাসপাতালে যাবেন, সেক্ষেত্রে বের হতে পারবেন।