রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে নাশকতার আলামত মেলেনি বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তবে পাওয়া গেছে মিথেন গ্যাসের অস্তিত্ব।
আজ সোমবার সকালে আইজিপি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক মানুষ।