আজ সিদ্ধান্ত লকডাউনে ব্যাংক খোলা না বন্ধ

করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সরকার সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে। ইতোমধ্যে জানানো হয়েছে সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে। তবে এসময় ব্যাংক খোলা থাকবে কি না আজ শনিবার সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার প্রজ্ঞাপন জারি হওয়ার পর ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সরকার করোনা সংক্রমণের কারণে ব্যাংক সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে সংক্রমণ কমতে থাকায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলার সিদ্ধান্ত হয়। তবে এবারের কঠোর লকডাউনে ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে নাকি বন্ধ হবে সেই বিষয়ে সিদ্ধান আজ শনিবারই জানা যাবে।

Scroll to Top