চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে শ্রমিকদের কল্যাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার দাবিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
আজ সোমবার (১৪ জুন) দুপুরে স্কপের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্কপের পক্ষ থেকে জাতীয় শ্রমিক জোটের সাবেক সভাপতি এবং সংসদ সদস্য শিরিন আক্তার স্পিকারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্কপের যুগ্ম সমন্বয়ক সহিদুল্লাহ চৌধুরী ও নূর কুতুব মান্নান স্বাক্ষরিত স্মারকলিপিতে শ্রমজীবী মানুষের পক্ষে যে দাবি তুলে ধরা হয়, সেগুলো হচ্ছে- ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের আঘাত থেকে রক্ষার জন্য শ্রমিক কর্মচারীসহ নিম্নআয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ও সুলভমূল্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বরাদ্দ, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ সামাজিক বেষ্টনির জন্য বরাদ্দ, বাজেটে পাট, চিনি শিল্প পুনরুদ্ধার ও রক্ষার জন্য বরাদ্দ, শ্রমিকদের স্বাস্থ্য-নিরাপত্তা সামজিক সুরক্ষায় সুনির্দিষ্ট বরাদ্দ এবং শিল্পঘন এলাকায় শ্রমজীবী হাসপাতাল, শিশুযত্ন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ, অর্থ পাচারকারী, ঋণ খেলাপীদের সম্পদ বাজেয়াপ্ত করে প্রাপ্ত অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয়, দুর্নীতিরোধে কালো টাকা সাদা করার সুযোগ না রেখে তা বাজেয়াপ্ত ও আদায় করে উৎপাদন খাতে বিনিয়োগ করার উদ্যোগ গ্রহণ, শ্রমজীবীদের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু, করোনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বিশেষ সহায়তার জন্য বরাদ্দ এবং দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ বৃদ্ধি করা।