ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি নয় : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ফিলিস্তিন যতদিন স্বাধীন রাষ্ট্র হচ্ছে না, বাংলাদেশ ততদিন ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বুধবার সকালে ফিলিস্তিন নাগরিকদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ সামগ্রী ও অর্থ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে এসব জানান পরারাষ্ট্রমন্ত্রী।

এসময় বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ লেখা বাদ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, \”ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই রয়েছে। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সমর্থনে কাজ করে যাবে।\”

বাংলাদেশের কোনো কোনো সংবাদমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল নিয়ে আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। ফিলিস্তিন নীতিতে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। এসময় ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেন, বাংলাদেশিরা ফিলিস্তিনি জনগণের পরীক্ষিত বন্ধু। তাদের সহায়তার কথা মনে রাখবে তার দেশ।

উল্লেখ্য, ফিলিস্তিনের মানুষের জন্য বাংলাদেশ ৪০ লাখ টাকার ওষুধ সামগ্রী ও নগদ ৫০ লাখ ডলার সহায়তা দেয়। সহায়তার এই অর্থ ঢাকায় নিযুক্ত জর্ডানের রাষ্ট্রদূতের মাধ্যমে ফিলিস্তিন পাঠানো হবে।

Scroll to Top