কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একুশে পদকপ্রাপ্ত এ কবি ও লেখকের মৃত্যুতে প্রধানমন্ত্রী বলেন, হাবীবুল্লাহ সিরাজী কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন যা পাঠকমহলে স্মরণীয় হয়ে থাকবে।

শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গতকাল সোমবার রাত ১১টার দিকে মারা যান কবি হাবীবুল্লাহ সিরাজী। তার বয়স হয়েছিল ৭২ বছর। ক্যানসার আক্রান্ত হাবীবুল্লাহ সিরাজীকে গত ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন ধরেই তিনি ভেন্টিলেশনে ছিলেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

Scroll to Top