যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ টিকা সহায়তা চেয়েছেন ড. মোমেন

বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ডোজ টিকার ঘাটতি মেটাতে এবার যুক্তরাজ্য সরকারের কাছে ১৬ লাখ টিকা সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার (২২ মে) যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল আইটিভিতে এক সাক্ষাৎকারে তিনি এ সহায়তা চান।

ড. মোমেন বলেন, দ্বিতীয় ডোজের জন্য অ্যাস্ট্রাজেনেকার মাত্র ১৬ লাখ টিকা প্রয়োজন। আমরা এ টিকা সহায়তার জন্য যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করেছি। যুক্তরাজ্য চাইলে আমাদের এ টিকা দিয়ে সহায়তা করতে পারে।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। এছাড়া আমরা কমনওয়েলথ সদস্য। এসব বিবেচনায় নিয়ে যুক্তরাজ্য আমাদের এ টিকা দিতে পারে।

দ্বিতীয় ডোজের ঘাটতি মেটাতে বাংলাদেশ ইতোমধ্যেই ভারত, কানাডা, যুক্তরাষ্ট্রের কাছেও জরুরিভাবে ১৬ লাখ টিকা চেয়েছে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু টিকা দিতে রাজি হয়েছে।

Scroll to Top