প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইসরায়লি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বুধবার (১২ মে)।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়, হামাসের সঙ্গে ইসরায়েল সেনাবাহিনীর সংঘর্ষ কার্যত যুদ্ধে রূপ নিয়েছে। বুধবার (১২ মে) সেই যুদ্ধ চলছে টানা পঞ্চম দিনের মতো। একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাসও।
অপরদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশুও রয়েছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, গত পাঁচদিনে অন্তত পাঁচ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় এক ভারতীয় নারীও নিহত হয়েছেন।