পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন যে, দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গে যেই আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে।
আজ সোমবার (৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর ওখানে যেই আসুক না কেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।
নির্বাচনে মমতার জয়ে তিস্তা চুক্তি আবার ঝুলে যাবে কিনা জানতে চাইলে ড. মোমেন জানান, আমরা আগের মতোই আমাদের কাজ করে যাবো। আমাদের কোনো সমস্যা হবে না।
পশ্চিমবঙ্গ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে।