আগামী ৬ মে থেকে চলবে গণপরিবহন

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন যে, স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে জেলার ভেতরে গণপরিবহন চলবে।

আজ সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকেদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, আর ৬ এপ্রিল থেকে জেলার ভেতরে গণপরিবহন চলাচল করতে পারবে। যেমন- ঢাকা জেলার মধ্যে থাকতে হবে। আন্তঃজেলা চলাচল করবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওনারা (মালিক সমিতি) আমাদের কথা দিয়েছেন, যদি কোনোভাবে গণপরিবহনে স্বাস্থ্যবিধি ভায়োলেট করা হবে না। তাহলে বন্ধ করে দেওয়া হবে। এটা আমরা দেখবো।

তিনি বলেন, লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। যেহেতু ও গুলো এক জেলা থেকে আরেক জেলায় যায়। সুতরাং বন্ধ থাকবে।

এরআগে ১৪ এপ্রিল থেকে কঠোর ‌‘লকডাউনে’ বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল।

Scroll to Top