একদিনের সফরে ঢাকায় আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) একদিনের সফরে ঢাকায় আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানানো হয়।

চীনা প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা ও টিকা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শক্তিশালী। দুই দেশের সঙ্গে কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে। চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কিনে থাকে। এছাড়া ভূরাজনৈতিক কারণেও চীনা প্রতিরক্ষামন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

এদিকে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় চীন থেকে টিকা পেতেও আগ্রহী বাংলাদেশ। চীনা প্রতিরক্ষামন্ত্রীর সফরে টিকা ইস্যুও গুরুত্ব পাবে।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে চীনা প্রতিরক্ষামন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

Scroll to Top