বাগেরহাট মেয়ের হত্যার আভিযোগে বাবা গ্রেফতার

বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা বাগেরহাটের মোল্লাহাটে আড়াই বছর বয়সী রাইসা আক্তার নামের শিশু কন্যাকে আছড়ে মেরে ফেলার মামলায় বাবা হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) রাতে মুন্সিগঞ্জের সেনাবাহিনীর ক্যাম্প থেকে মোল্লাহাট থানা পুলিশ হুমায়ুনকে গ্রেফতার করে।

আইনগত প্রক্রিয়া শেষে হুমায়ুনকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির।

গ্রেফতার হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিন মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে। সে মুন্সিগঞ্জের পদ্মাসেতু প্রকল্পের সেনাবাহিনীর ক্যাম্পে কর্মরত ছিলেন।

ওসি কাজী গোলাম কবির বলেন, পারিবারিক কলহের জেরে ২২ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে বসত বাড়িতে বসে নিজের কন্যাকে হত্যা করেন সেনা সদস্য হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিন। ওই দিন রাতেই শিশুটির নানা আব্দুল আলী শেখ বাদি হয়ে চার জনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরপর থেকে হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিন পলাতক ছিলেন। পরে মুন্সিগঞ্জের পদ্মাসেতু প্রকল্পে কর্মরত সেনাবাহিনীর ক্যাম্পে যোগদান করেন। সেখান থেকে আমাদেরকে জানালে বুধবার রাতে হুমায়ুনকে গ্রেফতার করা হয়।

Scroll to Top