আজ ২৫শে মার্চ, গণহত্যা দিবস

আজ ২৫ মার্চ। মানব সভ্যতার ইতিহাসে একটি ঘৃণিত ও কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন এই ২৫ মার্চ । ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যা করে। সব প্রথা ও নিয়ম ভেঙ্গে নিরস্ত্র বাঙালিকে যুদ্ধের দিকে ঠেলে দেয় পাকিস্তানি হানাদাররা।

সেই হত্যাকাণ্ড স্মরণে ২০১৭ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে ২৫ মার্চকে পালন করা হয় গণহত্যা দিবস হিসাবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে জাতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে অন্ধকার কাল রাতের অগণিত শহীদদের। যাদের আত্মদানেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লাল সবুজের বাংলাদেশ।

Scroll to Top