শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ করা হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ করা হতে পারে।

সোমবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নেন জবাবে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে নিশ্চয় এটা তারা রিভিউ করবেন। আর যদি করোনা নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন।

Scroll to Top