রোহিঙ্গা ক্যাম্পে নামাযে ইমামতি করলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে রোহিঙ্গাদের নিয়ে পবিত্র জোহরের নামায আদায় করেছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদী। এসময় তিনি নামাযে ইমামতিও করেন। এর আগে সোমবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসেন আহমদ জাহিদ হামিদী।

এসময় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় আজ রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার, যেটা আগে ছিল না। মিয়ানমারের উপর আর্ন্তজাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। আর্ন্তজাতিক চাপের মুখে মিয়ানমার নির্যাতন বন্ধ করতে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। সেসময় মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদও উপস্থিত ছিলেন।

হামিদি ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তাদের মুখে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নিমর্ম নির্যাতন আর গণহত্যার কথা শুনে তিনি আবেগ আপ্লুত হয়ে যান। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আসিয়ানভুক্ত দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ১৬ অক্টোবর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top