বিএনপি নেতা,ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সকালে দুদকে হাজির হলে উপপরিচালক সেলিনা আক্তার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
জিজ্ঞাসাবাদ শেষে বিএনপি নেতা আমির জানান, খসরু দুদকের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।
দুদক কেন তলব করেছে জানতে চাইলে তিনি বলেন, কেন, কী উদ্দেশ্যে ডাকা হয়েছে বুঝে নিন। আমি সাধারণ জীবনযাপন করি। আমার সততা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই।
এর আগে দুই দফায় তলব করলেও হাজির হননি বিএনপির এ নেতা।
দুদক সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অবৈধে সম্পদ অর্জন ও মুদ্রা পাচার ছাড়াও বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসার অভিযোগ রয়েছে।