সময়ের সঙ্গে আরও জোরদার হয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক: শ্রিংলা

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, সময়ের সঙ্গে আরও জোরদার হয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। মহামারীর সময়ে সারা বিশ্বে নানা অঘটন ঘটেছে, অনেক বিষয়ে পরিবর্তন এসেছে। কিন্তু ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এ দুই দেশ দৃষ্টান্ত তৈরি করেছে।

কলকাতায় আয়োজিত তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় শ্রিংলা এসব কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারত ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষার মধ্যে মিল রয়েছে এবং দুই দেশই স্বাধীনতা, ন্যায়বিচার ও বহুত্ববাদে বিশ্বাসী।

উল্লেখ্য, আগামী মার্চে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সফর সফল করতে গত মাসে ভারতে সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সম্প্রতি দুইবার ঢাকা সফর করেছেন শ্রিংলাও। তিনি বলেন, দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে আরও বেশি প্রসারিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের অপেক্ষায় আছেন।

Scroll to Top