প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যে ১১টি অভিযোগ উঠেছে সেগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত তিনি তার চেয়ারে বসতে পারবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার সচিবালয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি ও দেশ ত্যাগ নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অভিযোগগুলো তদন্ত করে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলো অনুসন্ধান হবে, তদন্ত হবে- এরপর অভিযোগের সত্যতা পেলে মামলা হবে। বিষয়টি আইন অনুযায়ীই এগুবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, \’প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ দুর্নীতি দমন কমিশনের আওতায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন এগুলো তদন্ত কে করবে।\’ তিনি বলেন, প্রধান বিচারপতিকে নিয়ে উদ্দেশ্য হাসিল না হওয়ায় একটি মহল উদ্বিগ্ন। রাজনৈতিক উদ্দেশেই তাদের মায়া কান্না।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি