প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা দিতে চান গবেষকদের। কীভাবে গবেষকদের প্রণোদনা দেওয়া যায় সে কৌশল ঠিক করতে সংশ্লিষ্টদের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের পরামর্শও চেয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ গবেষকদের কীভাবে আমরা প্রণোদনা দিতে পারি বা গবেষণা কাজে তারা যেন গবেষণার ফসল না পাওয়া পর্যন্ত থাকতে পারেন সেটা আমরা কীভাবে করতে পারি। বহুবার এটা নিয়ে চিন্তা করা হয়েছে। একবার একটা ব্যবস্থাও আমরা নিয়েছিলাম। কিন্তু দেখা গেলো যে গবেষকদের জন্য যে সুযোগটা দিতে চাই তারা সেখানে যারা কাজ করে সবাই সেই সম সুযোগ চান। সেই অফিসের পিয়ন, আর্দালী দারোয়ান থেকে শুরু করে কেউ আর বাদ যায় না। এটাতো হয় না, এটাতো সম্ভব না। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। \’
বিজ্ঞানীদের যত ধরনের সহযোগিতা লাগবে সরকার তা করবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা গবেষণা করবেন তারা যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে গবেষণাটা করতে পারেন আর গবেষণায় যেন লিপ্ত থাকতে পারেন। সেটা কীভাবে করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে বয়সসীমা বাড়ানো হয়েছে, সেখানে খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের ইনস্টিটিউটগুলোতে প্রণোদনা কীভাবে দিতে পারি সেই পরামর্শ চাই। আমি চাচ্ছি আমাদের যারা গবেষক, কৃষি গবেষক তাদের আরও সুযোগ দিতে। \’