ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, মোবাইলের গ্রাহকদের কাছে টেলিকম কোম্পানিগুলো থেকে পাঠানো এসএমএস বাংলায় দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত সোমবার ‘রাষ্ট্রভাষা বাংলা চাই বিষয়ক’ এক ফেসবুক লাইভে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, টেলিকম কোম্পানি গ্রাহকদের কাছে যে তথ্যই প্রকাশ করুক না কেন, সেই তথ্য বাংলা ভাষায় হবে এবং বাংলা হরফে লিখতে হবে। মোবাইল ফোনেও বাংলা সফটওয়্যার থাকতে হবে। এ ব্যাপারে আমরা কঠোর।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরও বলেন, অনেকের ভুল ধারণা আছে যে বাংলায় হয়তো কাজ করা যায় না। বাংলা এখন এমন ভাষা, যা প্রযুক্তিতে ব্যবহার করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটা মোবাইল ডেস্কটপ কিংবা ল্যাপটপ হোক আপনি বাংলা ভাষা প্রয়োগ করতে পারেন।