মহামারী করোনায় সিলেট কাস্টমসের ৭ জনের মৃত্যু

ফ্রন্টলাইনার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সিলেটে কাস্টমসের সাতজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এরপরও মহামারি করোনাকালে দেশে কাস্টমসের কার্যক্রম বন্ধ ছিল না।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সিলেটে উদযাপিত কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ তথ্য জানান সংশ্লিষ্টরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহা. আমিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, সিলেট কর অঞ্চলের কর কমিশনার মো. সাইফুল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা প্রমুখ।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল আলম।

Scroll to Top