বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা থেকে আমরা অনেক দূরে বলে জানিয়েছেন, জাতীয় সংসদ সদস্য সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। বঙ্গবন্ধুর আদর্শ এখন বাস্তবায়ন হচ্ছে না। মুখে বঙ্গবন্ধুর কথা ও পরনে মুজিবকোট থাকলেও অনেকেই বঙ্গবন্ধুর চেতনা ধারণ করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পরিশ্রম করলেও সকলের সহযোগিতা ছাড়া এই চেতনা বাস্তবায়ন অসম্ভব।
সোমবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া স্মারক বক্তৃতায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর বলেন, এখন সংসদের অধিবেশন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়েছে। কিন্তু ৩১ বছর আগে রক্তচক্ষু উপেক্ষা করে ডাকসুতে এই ছবি টাঙিয়েছিলাম। তিনি বলেন, সংসদ সদস্যদের নিয়ে অনেক কথা হয়। শতকরা ৬৫ ভাগ সদস্য রাজনীতিতে ছিলেন না। সত্যিকারের রাজনীতিবিদদের রাজনীতিতে আনা উচিত।
তিনি আরও বলেন, দেশ দুর্নীতিতে ভরে গেছে। অনেক জায়গায় সংসদ সদস্যদের নিয়ন্ত্রণের বাইরে কাজ হচ্ছে। এটা হওয়া ঠিক না। বঙ্গবন্ধুর স্বপ্নসাধ বাস্তবায়নে সকলকে বঙ্গবন্ধুর মতো চরিত্রবান হওয়ার আহ্বান জানান তিনি।