স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন যে, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আজ সোমবার (২৬ অক্টোবর) ধানমন্ডির বাসায় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই হোক। সে জনপ্রনিধি হোক বা যেই হোক। আইনের মুখোমুখি হতেই হবে। ’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।