মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের জাজিরায় উপজেলায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। ২০ ঘণ্টার এই অভিযানে ৪৩টি ট্রলারসহ ৭ জনকে আটক হয়। জব্দ করা হয় ৫০০ মিটার কারেন্ট জাল।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়ার নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা, র্যাব-৮, জাজিরা থানার অফিসার ইনচার্জসহ গ্রাম পুলিশের সদস্যরা।
জাজিরায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া জানান, অভিযানের প্রথম দিনেই ৪৩টি মাছ ধরার নৌকাসহ ৭ জনকে আটক করা হয়েছে। এদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারায় ৩ জনকে এক বছরের কারাদণ্ড এবং ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এছাড়া কাজিয়ার চর বাজার, পালের চরসহ বেশ কয়েক জায়গার মাছ বিক্রির স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।