সবার জন্য মানসম্মত আবাসন নিশ্চিতে সরকার কাজ করছে মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না, বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি- মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাগুলি নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, ভিশন-২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সর্বোপরি ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।
তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতার সঙ্গে জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। এসময় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রণালয়ের বিভাগ ও জেলা থেকে দপ্তর প্রধানরা জুম অ্যাপের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।