কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাসিম রিয়েল এস্টেটের মালিক মো. ইমাম হোসেন নাসিমের কোনো যোগসাজশ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে র্যাব-৪ এর পরিচালক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, রিয়েল এস্টেটের মালিক নাসিমের সঙ্গে আমরা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি।
নাসিমকে গ্রেফতার করার পরে রাজনৈতিক দলের কোনো নেতার কাছ থেকে কোনো সুপারিশ আমাদের কাছে আসেনি। নেতাদের কাছ থেকে কোনো ফোনও আসেনি। তিনি নিজেকেও কোনো রাজনৈতিক দলের সদস্য বলে দাবিও করেননি।
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, পুলিশ হেফাজতে তিন দিনের রিমান্ডে আছে নাসিম। তাকে গ্রেফতার করার পরে তার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। জাল টাকা, মাদক ও অস্ত্রসহ তিনটি মামলা হয়েছে রূপনগর থানায়। আর রাজধানীর চিড়িয়াখানা সড়কে নাসিমের অফিস থেকে দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ কারণে শাহআলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতারণার অভিযোগে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তৃতীয় স্ত্রীসহ নাসিমকে গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, এক লাখ ৩৫ হাজার জাল টাকা, ১৪শ’ পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ, চারটি ওয়াকিটকি সেট, ছয়টি পাসপোর্ট, ৩৭টি ব্যাংকের চেক বই ও ৩২টি সিম কার্ড জব্দ করা হয়।
এদিকে নাসিমের বিরুদ্ধে প্রতারণার ৫৫টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব। এর মধ্যে ৫২টি মামলায় তার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।