আজ ৯৮ জন কর্মকর্তা প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে।
পদোন্নতিপ্রাপ্ত ৯৮ কর্মকর্তাকে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। ‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী এসব পদে পদোন্নতি দেওয়া হয়।
৯৮ জনকে পদোন্নতি দিয়ে এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৬১১, যা পদের চেয়ে প্রায় পাঁচগুণ। প্রশাসনে এখন অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি।