এবারের বন্যায় দেশে ব্যাপক ক্ষতি হয়েছে যা আগের সকল রেকর্ড ভেঙ্গেছে। বাংলাদেশের বন্যার্তদের জন্য ৮ লাখ ৮১ হাজার ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হংকং। রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের এইচকেএসআর সরকার বন্যার্তদের সহায়তার জন্য বাংলাদেশকে ৬.৮৩ মিলিয়ন হংকং ডলার (এইচকেডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থের পরিমাণ ৮ লাখ ৮১ হাজার মার্কিন ডলার।
হংকংয়ের এ অর্থে খাদ্য, চিকিৎসা ও অস্থায়ী আশ্রয়ের মাধ্যমে ৬৩ হাজার ৭৫০ জন বন্যার্তকে সহায়তা দেওয়া হবে। দুর্যোগ মোকাবিলায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানানো হয়।