আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে একদিনের সরকারি সফরে ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী । তার এ সফরে ঢাকা-বুদাপেস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।
বুধরার রাত সাড়ে ১২ টার দিকে তিনি ঢাকায় পৌছাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
পিটার সিজার্তো বৃহস্পতিবার সকাল ১১ টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তিনি বৈঠক করবেন। একই দিন বিকেল পৌনে তিনটায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় দু\’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। বিকেল ৪ টায় দু\’দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
এছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। সফর শেষে বৃস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।