দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা মোট মারা গেলেন তিন হাজার ৭৮১ জন। আজ বুধবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৪৭ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে দেশে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৫ হাজার ৯১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯১৩ জন। এনিয়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট সেরে ওঠেছেন এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় সনাক্তের হার ১৮.৭২ শতাংশ এবং এ নাগাদ সনাক্তের হার ২০.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।