করোনা: দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৫৯৫ জন আক্রান্ত, মৃত্যু ৩৭

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৯৫ জন।

আজ সোমবার (১৭ আগস্ট) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ৫৯৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন হল। আর গত এক দিনে মারা যাওয়া ৩৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৬৯৪ জনে দাঁড়াল।

এছাড়া আরও ১ হাজার ৬৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন হয়েছে।

Scroll to Top