চতুর্দশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারী পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট)অনুষ্ঠিত হবে। স্কুল ও স্কুল-২ এবং কলেজ পর্যায়ের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৮ আগস্ট প্রবেশপত্র সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রবেশপত্র পাওয়া যাবে ntrca.teletalk.com.bd এই ঠিকানায়।
সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষা এবং বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, প্রিলিমিনারী পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ২৫টি করে প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারীতে পাশ করতে হলে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এস