বৃদ্ধি পাচ্ছে দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আজ বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল, তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশ এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, এই সময়ে আপার মেঘনা অববাহিকার এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এদিকে, দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৮টি ও পানি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে হ্রাস পেয়েছে ৩৮টি পানি সমতল স্টেশনের। অপরিবর্তিত রয়েছে ৫টির।
গত ২৪ ঘণ্টায় দেশের কক্সবাজার ২২২ মিলিমিটার, লামায় ১৭৭ মিলিমিটার, টেকনাফে ৫৯ মিলিমিটার, দূর্গাপুরে ৫৬ মিলিমিটার, রাজশাহীতে ৫৬ মিলিমিটার, পাঁচপুকুরিয়ায় ৫৫ মিলিমিটার চট্টগ্রামে ৫৫ মিলিমিটার, বরিশালে ৫৪ মিলিমিটার, জাফলংয়ে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।