কাল রবিবার সকাল সাড়ে দশটায় বনানী জামে মসজিদে মোহাম্মদ নাসিমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
স্বাস্থ্য বিধি ও স্বাস্থ্য সচেতনতার দিকটি বিবেচনায় নিয়ে নাসিমের মরদেহ জন্মভূমি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে না বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয়।
আজ দুপুর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সামনে সাংবাদিকদের সামনে তারা এ কথা বলেন।
আজ বেলা ১১টা ১০ মিনিটে মোহাম্মদ নাসিমের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। এর আগে টানা প্রায় দুই সপ্তাহ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন তিনি। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।