করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত একদিন সর্বোচ্চ। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯৫ জনে।

একই সময়ে ৩ হাজার ৪৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত একদিন সর্বোচ্চ। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন আরও ৫০২ জন।

এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৭ হাজার ২৪৯ জন। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Scroll to Top