গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৪৯টি প্রতিষ্ঠানে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রেকর্ড ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪।
এছাড়া একদিনের ২৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮২ জনে।